শাবনূর। নিয়মিত পর্দায় না থাকলেও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে সিডনিতেই অবস্থান করছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন শাবনূর। ছবির ক্যাপশনে লেখেন- নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া। তাঁর দেওয়া পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। ছবিতে খানিকটা খোলামেলা অবতারেই দেখা মিলেছে নায়িকার। সেইসঙ্গে অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও হতাশ করেছে ভক্তদের। আবার অনেকে মনে করছেন জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী।
চলচ্চিত্রে অনিয়মিত হলেও শাবনূরকে নিয়ে ভক্তদের আগ্রহ মোটেও কমেনি। তাঁর অভিনীত সিনেমার গানগুলো এখনো সর্বোচ্চ ভিউ অর্জন করে। এরই মধ্যে চলচ্চিত্র ক্যারিয়ারে তিন দশক পূর্ণ হয়েছে। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নায়িকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।