‘ওম শান্তি ওম’ সিনেমায় নবাগত দীপিকা পাড়ুকোন পেয়েছিলেন শান্তিপ্রিয়ার চরিত্র, যে চলচ্চিত্রে ছিলেন শাহরুখ খানের মতো তারকা; দীপিকার সেই থেকে শুরু। এরপর ক্যারিয়ার এগিয়ে যায় অভিনেত্রীর। ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। ঘরও বেঁধেছেন হিন্দি সিনেমা জগতের মানুষের সঙ্গে। এখন তিনি বলিউডে উঁচু দরের পারিশ্রমিক নিয়ে থাকা ‘নায়িকাদের একজন’ বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া। দীপিকা ২০০৭ সাল থেকে সিনেমা করা শুরু করলেও ২০০৫ সালে একাধিক বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভারতের সংবাদ মাধ্যমটি বলছে, বর্তমানে ৫০০ কোটি রুপির মালিক দীপিকা প্রতি সিনেমার জন্য ৩০ কোটি রুপি নিয়ে থাকেন। হিসাব বলছে, প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি।