পলিটেকনিক ছাত্ররা তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তারা সাফ সাফ বলে দিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে লংমার্চ করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থীদের একাংশ কাফনের কাপড় পরে অংশ নেয়। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত বুধবার যানজটের ভোগান্তিতে পড়ে রাজধানীর লাখ লাখ মানুষ। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণে গত রবিবার তারা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে সমবেত হন দলে দলে। মহাসমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, তাদের আন্দোলন যৌক্তিক হলেও তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না। সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। শিগগিরই পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। রবিবার ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেশের অন্যান্য স্থানেও তারা ছয় দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন। আমাদের মতে, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে কোনো যৌক্তিক বিষয় থাকলে তা মেনে নেওয়া উচিত। তবে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বদলে আন্দোলনের মাধ্যমে তা প্রত্যাহার দাবি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ প্রবণতা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আন্দোলন সভা-সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে অন্যদের পথ চলাচলের অধিকার ক্ষুণ্ন হোক তা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক
- কেসিসির লাইসেন্স কর্মকর্তা রবি গ্রেফতার
- মালয়েশিয়ায় কদর বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার গরুর খামারের
- প্রথমে মেয়েকে, পরে ছেলের গলা কাটেন মা
- পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক
- সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার
- সাবেক প্রতিমন্ত্রী এনামের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ, গাড়ি জব্দ
- কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু জুলাইয়ে
- টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক-শেয়ার অবরুদ্ধ
- ‘নির্বাচনের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষার কারণ দেখি না’
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- খামারি অ্যাপ ব্যবহার করে কৃষকের হেক্টর প্রতি লাভ ১৬ হাজার টাকা
- বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশের জরুরি হটলাইন
- দুবাই বিমানবন্দর থেকে পাকিস্তানি টিকটকার গ্রেফতার
- কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
- যেমন ছিলেন পোপ ফ্রান্সিস
- মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- সিডনিতে ঢাকা কলেজ অ্যালাইমনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত
- রাজনীতিতে আগ্রহ নেই, আসবও না : সৌরভ গাঙ্গুলী