বিশ্বমান বিচারে দেশের গ্যাস নিয়ে প্রশ্ন আছে; অথচ দামে সর্বোচ্চদের কাতারে। তা সত্ত্বেও ভোক্তা ও ব্যবসায়ীদের ঘোর আপত্তি উপেক্ষা করে, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম একলাফে ৩৩ শতাংশ বাড়িয়ে দিল এনার্জি রেগুলেটরি কমিশন। যদিও এর পক্ষে কোনো যৌক্তিক ব্যাখ্যা তারা দিতে পারেনি। এমনকি এ মূল্যবৃদ্ধিতে সরকার কত টাকা বাড়তি আয় করবে, তা-ও কমিশন নিশ্চিত করে জানে কিনা সন্দেহ। তবে বিতরণ কোম্পানিগুলোকে ব্যবস্থাপনা-দক্ষতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস এবং জ্বালানিসংক্রান্ত দক্ষতা নিরূপণের জন্য বলা হয়েছে। বিদ্যমান সিস্টেম লস কমিয়ে আনার বিষয়ে পরিকল্পনা বাস্তবায়নেরও তাগিদ দেওয়া হয়েছে। গ্যাসের দাম এক ধাক্কায় এতটা বৃদ্ধিকে ‘শিল্পে গ্যাসের খড়গ’ আখ্যা দিয়ে ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ব্যবসায়ীদের ওপর বড় মাপে এর নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই ব্যবসার খরচ বাড়ছে। মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ডলারের সংকট রয়েছে। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানোয় ব্যবসায়ীরা চারদিক থেকে আঘাতপ্রাপ্ত হবেন। রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। মানুষের ক্রয়ক্ষমতায় ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপানো হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহনীয় থাকবে না দ্রব্যমূল্য। বিশ্লেষকদের মতে, গ্যাসের এই মূল্যবৃদ্ধি শিল্প-বাণিজ্য-অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। সুদহার বৃদ্ধিসহ নানা কারণে ব্যবসায়ীদের অবস্থা খারাপ। দেশে যখন ব্যবসার প্রবৃদ্ধি নিয়ে ভাবার কথা, বিনিয়োগ বৃদ্ধি ও আকর্ষণে জোর চেষ্টা চলছে- এমন সময় শিল্পে গ্যাসের দাম এক-তৃতীয়াংশ বৃদ্ধির সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। দাম বাড়ানোর ক্ষেত্রে নতুন-পুরোনো, শিল্প-বিদ্যুৎ, অনুমোদিত মাত্রা ও তার অধিক ব্যবহারকারীদের জন্য ভিন্ন ভিন্ন রেটের জটিল হিসাবনিকাশও রয়েছে। বরাবর যার বিরোধিতা করে আসছেন উদ্যোক্তারা। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ এ জ্বালানি নিয়ে এমন অগোছালো অবস্থা কাম্য নয়। গতিশীল শিল্পোৎপাদন, বাণিজ্য বিস্তার এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির কাক্সিক্ষত সমৃদ্ধির স্বার্থে, গ্যাসের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ জরুরি। এ বিষয়ে পুনর্বিবেচনা কামনা করেন সংশ্লিষ্ট সব অংশীজন।
শিরোনাম
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
- ‘বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’
- আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে
- চট্টগ্রামে বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি
- বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
- রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
- ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
শিল্পে গ্যাসের দাম
যৌক্তিক পর্যায়ে নির্ধারণ কাম্য
প্রিন্ট ভার্সন
