যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান। এ অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। জেলা পর্যায়ের পুলিশের দ্বারা আটক হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ধরতেই চালানো হচ্ছে এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ভাষ্য এ অভিযান পরিচালনা করছে পুলিশ। সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে। ছয় মাস আগে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু স্থানে থানা পোড়ানো হয়। পুলিশ বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ করা হয়। গত শনিবার থেকে এই অভিযান শুরু হলেও ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে সরকার। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রবিবার বিকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৪২ জনকে এবং গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ডেভিল হান্ট অপারেশনের জন্য রাজশাহীতে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তবে বিকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় আটক হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অপারেশন ডেভিল হান্টের কারণে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর তৎপরতা রোধ করা সম্ভব হবে। বিশেষ করে এ অভিযান শুরুর পর সামাজিক প্রচারমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তারা অতীতের মতো যা ইচ্ছা তা-ই করবে না। আইনগতভাবেই সবকিছু করা হবে। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যা-ই হোক আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম