জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আগাম প্রস্তুতি শুরু করেছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের অন্যতম উপাদান নির্ভুল ভোটার তালিকা। এ লক্ষ্যে বিদ্যমান ভোটার তালিকার ত্রুটিবিচ্যুতি দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটারযোগ্য সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। দেশের গরিষ্ঠসংখ্যক রাজনৈতিক দল ২০২৫ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। অন্তর্বর্তী সরকারও সম্ভব হলে এ বছর নির্বাচন শেষ করতে চায়। আর তা সম্ভব না হলে আগামী ২০২৬ সালের প্রথমার্ধে। যদিও অতি সম্প্রতি অনেক মহল থেকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। সবকিছু নির্ভর করছে বর্তমান সরকারের সিদ্ধান্তের ওপর। রাজনৈতিক দলগুলোও সরকারের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের মানুষ ভালো নির্বাচন দেখেছে। নিকট অতীতে খারাপ নির্বাচনও দেখতে হয়েছে জনগণকে। নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট সৃষ্টি করে গেছে বিগত আওয়ামী লীগ সরকার। পরিবর্তিত পরিস্থিতি ও নতুন বাস্তবতায় নতুন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। অতীতের তিক্ত অভিজ্ঞতার বিপরীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখবে বাংলাদেশ। নিজেদের দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবে। এটাই জাতির প্রত্যাশা। আর ইসির দায়িত্ব পালনে সহায়তা করা সব কর্তৃপক্ষের কর্তব্য। রাজনৈতিক দলনির্বিশেষে কর্তব্য সর্বস্তরের জনগণেরও। ইসির নির্বাচনি প্রস্তুতি ধাপে ধাপে অগ্রসর হোক। বাংলাদেশের জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বাদ গ্রহণে উন্মুখ।
শিরোনাম
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম