সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২.৩৫ শতাংশ বা ১৫ হাজার ৮০৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা।
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২২.৩০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬.২১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৭.৯৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ।
সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ২৫ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫ কোটি ১৫ লাখ টাকা বা ১.২১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৪৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.১১ শতাংশ ও ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫২৯.৪৭ পয়েন্টে ও ৮৮০১.৮৪ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ০.০৩ শতাংশ ও সিএসই-৩০ সূচক ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৭.০৩ পয়েন্টে ও ১১৯৬৫.৭৬ পয়েন্টে। তবে সিএসআই সূচক বেড়েছে ০.৪৩ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৪২.৯৮ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৮ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৭ কোটি ২১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ার দর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ