কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বাভাবিক লেনদেন আপাতত বন্ধ রয়েছে।
রবিবার সকাল থেকে এ ত্রুটির কারণে ব্রোকারেজ হাউজগুলো তাদের লেনদেন করতে পারছে না বলে ডিএসই সূত্রে জানা গেছে।
লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, কারিগরি সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। তবে আমাদের লোকজন কাজ করছে। দ্রুতই ঠিক হয়ে যাবে।
সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ২৬ মিনিট পর্যন্ত লেনদেন শুরু হয়নি। তবে ডিএসই’র ওয়েবসাইটে বলা হয়েছে, অনিবার্য কারণে লেনদেন করা সম্ভব হচ্ছে না। লেনদেন শুরু হলে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথারীতি সকাল ১০টা থেকে লেনদেন চলছে।
বিডি প্রতিদিন/একেএ