রাহমাত বারাকাতে হয় ক্ষমা দান
আহলান সাহলান মাহে রামাদান।
তিনভাগে ভাগ করা রামাদান মাসে
জান্নাতের নিয়ামত দুনিয়াতে আসে।
পঙ্কিল ধরায় পাপী পাপে ডুবে তল
রামাদান মোবারকে পাপ হয় জল।
আল্লাহর রাহমাতে অটুট বিশ্বাস
দিন রজনীতে পুণ্য, প্রাপ্তির আশ্বাস।
শৃঙ্খলিত শয়তান, আনাগোনা রদ
ওয়াস ওয়াসা মুক্ত শুভ জনপদ।
প্রভু দেবে নিজ হাতে প্রতিদান তার
রাইয়ান দরোজায় প্রবেশাধিকার।
শেষ দশকে বেজোড় রজনীতে শান্তি
কোরান নাজিলে দূর হয় ভুল ভ্রান্তি।
দুনিয়া আখিরাতে সে, সফলতা পায়
সংযম দীক্ষায় যদি তাকওয়া বাড়ায়।