আজ তোমাদের দেখাব- রেইনবো জার (রংধনু)। এই পরীক্ষাটি অত্যন্ত সহজ একটি বিজ্ঞান পরীক্ষা। যার জন্য বেশি প্রস্তুতির প্রয়োজন হবে না। এটি তোমাদের বিভিন্ন তরলের ঘনত্ব সম্পর্কে জানতে সাহায্য করবে। পাশাপাশি পরীক্ষাটি তোমাদের বিজ্ঞান কার্যকলাপে আগ্রহী করার জন্য দারুণ।
যা যা লাগবে
► একটি স্বচ্ছ গ্লাস বা স্বচ্ছ কনটেইনার (লম্বা এবং সরু কনটেইনার খুঁজে নাও)
► ৬টি ছোট কাপ
► একটি চামচ
► পিপেট
► মধু
► ডিশওয়াশ সোপ (সাবান)
► রান্নার তেল
► পানি
► ফুড কালারিং (নীল রং) এবং
► বেগুনি আঙুরের রস
যা করতে হবে
ধাপ ১ : প্রথমে যে তরলগুলো প্রয়োজন তা প্রস্তুত কর। প্রতিটি তরল আলাদা ছোট কাপে ঢালো। যা রেইনবোর (রংধনু) স্তর হিসেবে কাজ করবে।
ধাপ ২ : গ্লাসের নিচে মধু ঢালো। মনে রাখবে, এই গ্লাসে আরও পাঁচটি তরল যোগ করা হবে, তাই খুব বেশি না ঢালাই ভালো। মধু রেইনবোর (রংধনু) লাল স্তর হিসেবে কাজ করবে।
ধাপ ৩ : এরপর- ধীরে ধীরে মধুর ওপর ডিশ সোপ ঢালো। আরও নির্ভুলতার জন্য, পিপেট ব্যবহার করতে পারো। যদি পিপেট না থাকে, সমস্যা নেই। ডিশ সোপ বিভিন্ন রঙের পাওয়া যায়, সম্ভব হলে কমলা রঙের সোপ নিতে পারো। ভালো হবে।
ধাপ ৪ : এবার কমলা স্তরের ওপর রান্নার তেল ঢালো। এটি হলুদের স্তর তৈরি করবে।
ধাপ ৫ : এরপর ধীরে ধীরে পানির স্তর যোগ করো। পানি ঢালার সময় অবশ্যই সাবধানে ঢালবে। যেন নিচের স্তরগুলো নড়ে না যায়।
ধাপ ৬ : পানির স্তর যোগ করার পর এতে কয়েক ফোঁটা নীল খাবারের রং মিশিয়ে নাও।
ধাপ ৭ : এরপর সবশেষে- নীল স্তরের ওপর বেগুনি আঙুরের রস ঢেলে নাও।
ফলাফল
সব স্তর ঠিকমতো বসানোর পর, দেখবে- তোমার সামনে একটি সুন্দর রেইনবো জার তৈরি হবে। এটি তোমাদের তরলের ঘনত্ব এবং কেন কিছু রং মিশে যায় আর কিছু আলাদা থাকে, তা শেখার জন্য একটি চমৎকার সুযোগ।