বান্দরবান জেলা সদরের সুয়ালক মাঝেরপাড়া এলাকায় একটি ইটভাটা থেকে ম্যানেজারসহ দু’জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে তপন দাশ ও জয় দেব নামে ওই দু’জনকে অপহরণ করা হয়েছে বলে জানান ইটভাটার মালিক আবদুল কুদ্দুস চেয়ারম্যান।
অপহরণের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, পুলিশ তাদের উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
ইটভাটার মালিক আবদুল কুদ্দুস চেয়ারম্যান জানান, এ বছর ইটভাটায় ইট পোড়ানোসহ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও কেন তাদের অপহরণ করা হয়েছে, তা বোধগম্য নয়।
বিডি প্রতিদিন/এমআই