যশোরের ভারত সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর দুইটার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জের সিংগাইর থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় শুভ ঘোষের শরীর তল্লাশীকালে তার জিন্স প্যান্টের পকেট থেকে এক কেজি একশ’ ৯২.৯৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুভ ঘোষ স্বীকার করেছেন যে, ভারতে পাচারের জন্য সীমান্তের দিকে এসব স্বর্ণের বার নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান নিশাত আল নাহিয়ান।
বিডি প্রতিদিন/জামশেদ