রাজবাড়ীতে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ স্লোগানকে সামনে রেখে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপি ও শ্রমিক দলের যৌথ আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে বড়পুল হয়ে রাজবাড়ীর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম শিদকার পিন্টু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, রাজবাড়ী জেলা জিয়া পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেন খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি শ্রমজীবী মানুষেরা যোগ দেন। এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ে স্লোগান দেন।
পরে জেলা বিএনপি কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, বিশেষ করে ন্যূনতম মজুরি নিশ্চিত করা, কাজের পরিবেশ ও কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। দেশে শ্রমিক বৈষম্য তৈরি হয়েছে। চাকরিতে বৈষম্য রয়েছে, যা নিরসনে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/কেএ