মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা থেকে বোমা সদৃশ একটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন জানান, শিক্ষার্থীরা প্রথমে ৩য় তলায় বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে আমাকে খবর দেয়। এরপর তিনি শিক্ষার্থীদের সাথে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ