চকলেটের লোভ দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, শিশুটি প্রায় এক সপ্তাহ আগে মায়ের সাথে একই ইউনিয়নের রাজারচর কাজী কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। গত বুধবার বিকালে শিশুটি নানা বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সাথে খেলছিল। এ সময় একই এলাকার তোতা শেখ চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির ২য় তলায় শয়নকক্ষে নিয়ে যায়। শিশুটি ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এ সময় অভিযুক্ত শিশুটির শরীরের লজ্জাস্থানসহ বিভিন্ন স্থানে বিকৃত যৌনাচার করে এবং তাকে দিয়ে নিজের লজ্জাস্থানে স্পর্শ করাতে বাধ্য করে।
পরিবারের লোকজন শিশুটিকে রাস্তায় না পেয়ে খুঁজতে থাকে। অন্য শিশুরা জানায়, তাকে তোতা শেখ নিজ বাড়ির দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়নকক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, বৃহস্পতিবার শিশুটির নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেফতার করে। পরে শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল