প্রচুর বৃষ্টির সঙ্গে ঝড়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে মোমবাতি জ্বালিয়ে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা নেওয়া হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে। উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে পরীক্ষার্থী ও অভিভাবকরা। বৃষ্টির কারণে যানবাহনের স্বল্পতা এবং রাস্তার পানি জমে কাঁদা হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।
ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। এতে ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে দেখা যায় পরীক্ষার্থীদের। ভারী বৃষ্টিতে কিছু কক্ষে পানি প্রবেশ ও অন্ধকারের ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।
দুর্ভোগের কথা উল্লেখ করে শতগ্রাম ইউনিয়নের পুলহাটের বাসিন্দা মো. জিল্লুর রহমান বলেন, আমার ছেলে বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে আসার পূর্ব মুহূর্তে ঝড়-বৃষ্টি শুরু হয়। আসার পথে বেশ ভোগান্তি পোহাতে হয়।
হাসান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রশ্ন দেওয়ার আগেই বৃষ্টি নামার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। পরীক্ষা শুরুর সাথেই কর্তৃপক্ষ মোমবাতি দেয়। মোমবাতির আলোয় প্রথম পরীক্ষা দিয়েছি এটা একটি নতুন অভিজ্ঞতা।
ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, পরীক্ষার পূর্ব মুহূর্তে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় কক্ষগুলিতে আলোক স্বল্পতা দেখা দেয়। তাৎক্ষণিক নিজ উদ্যোগে পরীক্ষার্থীদের মোমবাতির ব্যবস্থা করি। তবে আনুমানিক ২০-২৫ মিনিট পরে বিদ্যুৎ আসলে আর মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয়নি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি। এ কেন্দ্রের ৪টি বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়ে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুল বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সমাপ্ত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কড়া নজরদারি ছিল।
এদিকে ঠাকুরগাঁও গ্রিড এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এবং দলুয়া ৩৩ কেজি ফিডার ট্রিপ করার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাটে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি বীরগঞ্জ জোলান অফিস।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বীরগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে ৫ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল