এসএসসি পরীক্ষার প্রথম দিনে শেরপুর জেলার নকলা উপজেলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার চাপায় উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শিরিনা বেগম (৩৮)। তিনি পার্শ্ববর্তী রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি ফেরার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল