চুয়াডাঙ্গায় ১২০ লিটার বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে শহরের টাউন মাঠ এলাকা থেকে এদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরতলী দৌলাতদিয়াড় গ্রামের শুকুর আলীর ছেলে চান্দু মন্ডল (৫৫) ও একই গ্রামের বখতিয়ার হোসেন জোয়ার্দ্দারের ছেলে একরামুল হোসেন জোয়ার্দ্দার (৩৫)।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা টাউন মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি চান্দু মন্ডল ও একরামুল হোসেন জোয়ার্দ্দারকে ১২০ লিটার বাংলা মদসহ আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম