পাঁচমাস পরে বৃষ্টির স্পর্শ পেয়েছে রংপুরের মাটি। এতে খরতাপে ওষ্ঠাগত জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টিপাতের পরিমান খুব সামান্য হলেও প্রকৃতিতে বিরাজ করছে শীতলতা। সেই সাথে রয়েছে দমকা হওয়া।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, টানা পাঁচমাস বৃষ্টিশূন্য রংপুর। ২০২৪ সালে নভেম্বর, ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই অঞ্চলে বৃষ্টিপাতের হার ছিল শূন্যের কোঠায়। এর আগের বছরও পাঁচ মাস রংপুর অঞ্চলে বৃষ্টি হয়নি। ফলে প্রকৃতিতে রুক্ষভাব বিরাজ করতে শুরু করে। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে সামান্য পরিমাণ বৃষ্টির দেখা মিলে। বৃষ্টির পরিমাপ ছিল শূন্য দশমিক ৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করেছে।
কৃষকরা বলছেন এ সময় বোরো ও শাকসবজি চাষাবাদে পানির প্রয়োজন। পরিমিত বৃষ্টি হলে আবাদের কিছুটা সাশ্রয় হবে। কারণ এখন সেচের মাধ্যমে ক্ষেতের ফসলের পরিচর্চা করা হচ্ছে। কাঙ্খিত বৃষ্টি হলে সেচের প্রয়োজন হবে না।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদির পরে রংপুরে বৃষ্টি হল। বৃষ্টিপাতের পরিমান আরও বাড়বে।
বিডি প্রতিদিন/জামশেদ