সিলেটে লুটের জুতাসহ আরও দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এছাড়া বাটার বিভিন্ন শোরুমে হামলা ও লুটের ঘটনায় অন্তত ৮০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
লুটকৃত দুই জোড়া বাটার জুতোসহ আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলার আলিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিব মিয়া (১৯) ও মাদারীপুর জেলার তাঁতিহাটি গ্রামের মো. জুয়েল শেখের ছেলে মো. বাবু শেখ (১৮)। তারা সিলেট শহরে ভাসমান অবস্থায় থাকতো বলে জানিয়েছে পুলিশ। এর আগে ভাঙচুর ও লুটের ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছিল। এ নিয়ে গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১৯ জনে।
কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযান চালিয়ে লুটকৃত জুতাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে বাটা কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতম হামলার প্রতিবাদে সংঘটিত বিক্ষোভ মিছিল থেকে কতিপয় সুযোগসন্ধানী শহরের কেএফসি ও বাটা জুতার কয়েকটি শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় বুধবার বাটার এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ৮০০ জনকে।
বিডিপ্রতিদিন/কবিরুল