পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল কুদ্দুসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ইউনিয়নের চাপলী বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিন মাথা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত কুদ্দুস ওই ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সে মোটরসাইকেল নিয়ে গঙ্গামতি থেকে থেকে চাপলী বাজার আসার পথে আলীপুর গামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কুদ্দুস অটোরিকশার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।
কলাপাড়ার মহিপুর ওসি তরিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম