কক্সবাজারে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। একইসঙ্গে একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩০ মার্চ বিকালে র্যাব-১৫ সিপিএসসির একটি দল কক্সবাজার পৌরসভার কালুর দোকান এলাকা দিয়ে সিএনজি যোগে শুকনো মরিচের ব্যাগে বিশেষ কায়দায় পাচারকালে মাদক ব্যবসায়ী কলিম উল্লাহ এবং আমির হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত হতে ছয় হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার করে।
একইদিন রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকা থেকে পিকআপের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার চারশত পিস ইয়াবা, একটি পিকআপ ও মাদক ব্যবসায়ী হানিফ ও তৈয়ব মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ও তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবা সংগ্রহ পূর্বক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত