নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল ৯টায় চিনিশপুর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করেন।
চিনিশপুর ঈদগাহে জামাতে ইমামতি করেন গাবতলী মাদরাসা মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম। এসময় নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চিনিশপুর ইউপি বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়া কালেকটরি ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো: রাশেদ হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। নামাজ ও মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।
বিডি প্রতিদিন/এএ