বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি নিয়ে দ্বন্দে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে বলে ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
মৃত মো. শরীফ তপাদার (২৪) ধুলখোলা ইউনিয়নের হানিফ তপাদারের ছেলে।
ওসি আবুল কালাম আজাদ জানান, জেলে শরীফ কয়েকজনকে নিয়ে নদী থেকে মাছ শিকার করে বিক্রির পর ভাগবাটোয়ারা করছিলো। মেঘনা নদীতে চলাচলকারী কার্গো, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা নিয়েছে ভেবে ৮/১০ জন শরীফকে ধরে নিয়ে যায়। পরে তাকে মারধর করে। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ভোরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেছে।
ওসি বলেন, তাকে মারধরকারীদের চিহিৃত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান করছে।
তিনি আরো জানান, শরীফের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।
বিডি প্রতিদিন/এএম