গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সার একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম।
তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিডি প্রতিদিন/এএ