বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত চাঁদপুরের রিকশা চালক সৈকতের পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহায়তার হাত বাড়িয়েছেন। গত ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব আন্দোলন চলাকালীন সময়ে অসুস্থ মায়ের জন্য ঔষধ কিনতে গিয়ে ঢাকার শনির আখড়ায় গুলিতে নিহত হন রিকশা চালক সৈকত। তারেক রহমানের নির্দেশনায় গতকাল বিকালে চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার ও নগদ অর্থ নিহত সৈকতের স্ত্রী-সন্তানের কাছে প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা।
গুলিতে নিহত সৈকত চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা দুলাল মাষ্টারের ছেলে। সৈকতের মৃত্যুর পর তার স্ত্রী স্বপ্না আক্তার দুই সন্তান নিয়ে জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামে বাস করতে থাকেন। এ বাড়িতে জেলা বিএনপির নেতৃবৃন্দ এসে তাকে চেয়ারম্যানের অর্থ সহায়তা প্রদান করতে আসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক