চট্টগ্রামের ফটিকছড়িতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ বিকেলে উপজেলা, ফটিকছড়ি ও নাজিরহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ছালাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর বিএনপির আহবায়ক এজাহার মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনিরুল আলম জনি, সৈয়দ গোলাম মোরশেদ, বজলুর রহিম। উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম তালুকদার, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকত উল্লাহ চৌধুরী, আজিস উল্লাহ, রায়হানুল আনোয়ার রাহী মুহাম্মদ হাসান, নাজিরহাট পৌর বিএনপির সচিব শাহনেওয়াজ শেবুল, সাবেক ইউপি চেয়ারম্যান ছালামত চৌধুরী, এড.আবছার উদ্দিন হেলালসহ আরো অনেকেই। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
বিডি প্রতিদিন/এএ