চুয়াডাঙ্গার মুন্না মোড় এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) হোসেন মারা গেছেন। নিহত বিপুল সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।
এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিপুল ও তার ভাই বিপ্লব এবং বন্ধু ওয়াসিম দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে ঈদবাজার করতে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। তারা মুন্না মোড় এলাকায় আসলে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন ও ইজিবাইকের দুইজন আহত হন। তাদের উদ্ধার সদর হাসপাতালে নিলে চিকিৎসক বিপুলকে মৃত বলে ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বিপ্লব ও ওয়াসিম নামে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা আছে।
বিডি প্রতিদিন/নাজমুল