মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই হাসান মুন্সি। বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় প্রতিপক্ষ আজগর হাওলাদার, লিটন হাওলাদারসহ ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত রয়েছে আরও ২০ থেকে ২৫ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে মাদারীপুর পৌর শ্রমিকদলের সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই কমিটির বিরোধিতা করছিলেন শাকিল মুন্সি।
এই ঘটনার জেরে ২৩ মার্চ রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলা শ্রমিকদলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে লিটন হাওলাদারের লোকজন।
এদিকে, হত্যার ঘটনায় বিএনপির সমর্থকরা হত্যাকারীদের বিচার দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করে। হামলাকারীদের সাতটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে এলাকায়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোষীদের খুঁজে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ দোষীদের ধরতে চেষ্টা করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল