কুড়িগ্রামের রৌমারী শহর এলাকা থেকে মাদকসহ এক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার সিএনজি বাসস্ট্যান্ড থেকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী রাকিব হোসেন স¤্রাটকে আটক করা হয়। আটক রাকিব নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার নড়ন্দি বড়বাড়ি এলকার শহীদুল্লাহর ছেলে।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, আটক রাকিবের বিরুদ্ধে থানায় মাদক মামলা দিয়ে আজ বুধবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম