গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক কারবারী ও একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব-৭, চট্টগ্রাম। ২৫ মার্চ রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি টিম ফেনী জেলার ফেনী সদর থানাধীন লালপুল এলাকায় ছাগলনাইয়ার বাসিন্দা কামাল হোসেনের ছেলে ওমর ফারুক প্রকাশ শিমুলকে (২৭), আটক করে।
আটক করে তল্লাশি চালিয়ে ১৬৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দসহ আসামীকে গ্রেফতার করে।
জানা যায়, সে দীর্ঘদিন মাদকদ্রব্য বিদেশী মদ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে নিকট অধিক মূল্যে বিক্রয় করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম