জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সদর উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি এই এলাকার না।তাই তাকে কেউ চিনতে পারছেন না।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম