বরগুনায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা এমরান পরিবহনে এ ডাকাতি সংঘটিত হয়।
এমরান পরিবহন বাসের যাত্রী মনিরুজ্জামান জানান, রাত আনুমানিক ৩ টার দিকে বাসটি ঘটনাস্থলে আসার পর কয়েকজন দেশীয় অস্ত্রসহ বাসটি থামিয়ে দেয়। এর আগে ঢাকা থেকে আসা লাবিলা পরিবহনসহ একটি পণ্যবাহী ট্রাক ও মটর সাইকেল থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ৩/৪ জন ডাকাত বাসে উঠে যাত্রীদের অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। যাত্রীরা ৯৯৯-এ কল করে পুলিশে খবর দিলে বরগুনা থানার টহল পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যায়।
বেতাগী থানার ওসি (তদন্ত) জানান, ডাকাতের কবলে পড়া বাস কিংবা যাত্রীদের পক্ষ থেকে এ ঘটনায় মামলা কোনো মামলা হয়নি। বাসের চালক আয়নাল ফরাজীকে ডেকে এনে অভিযোগ দায়েরের জন্য বলা হলেও তারা অভিযোগ করতে রাজী নয় মর্মে লিখিত দিয়েছে। আমরা নিজস্ব তদন্ত করে যাচ্ছি।
বিডি প্রতিদিন/জামশেদ