লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা-মহিপুর সেতুর সংযোগ সড়কের রুদ্রেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশার আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা কাকিনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইয়ুব আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আশিক