২৩ রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বেতন বোনাসে পরিশোধ ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন নৌযান শ্রমিকরা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর তীরে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনকারীরা জানান, গত কয়েকমাস ধরে নৌ-শ্রমিকদের বেতন ভাতা পাচ্ছে না। এতে জীবনযাপনসহ আসন্ন ঈদে পরিবার পরিজন নিয়ে বিপত্তিতে পড়েছে শ্রমিকরা। আগামী ২৩ রমজানের মধ্যে নৌ-শ্রমিকদের গেজেট অনুয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে। একই সাথে জাহাজ শ্রমিকদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে অভিযোগ করে, দ্রুত সে মামলা প্রত্যাহারের সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদারের নেতৃত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ তাইজুল ইসলাম বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ