জামালপুরে ‘তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মো: খায়রুল আলম, সাংবাদিক আসমাউল আসিফ, নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও ভারত প্রতিবেশী দেশ হয়েও আমাদের সাথে বিরূপ আচরণ করেছে। পশ্চিম বাংলার প্রাদেশিক সরকারের বিরোধিতার কারণে ভারত সরকার তিস্তা চুক্তি নিয়ে কালক্ষেপণ করেছে। আমাদের ব্যর্থতা বাংলাদেশ এই বিষয়টি অনেক পরে বুঝতে পারে।
বিডি প্রতিদিন/এএ