নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ডাকাত দল অস্ত্রের মুখে ধর্ষণের হুমকি দিয়ে মালামাল লুট করেছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মুখোশধারী ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল শাহানাজ আক্তার (৪৫) নামে এক বিধবার বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রধারী ডাকাতদের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের হুমকি দেয় এবং ৬টি মোবাইল ফোন, ২ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, ৮টি শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী নারী তার এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে ওই ঘরে বসবাস করতেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল