জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে গোপালগঞ্জ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার ১১টার দিকে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে হাতে হাত ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেশ বসু বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনা করা হচ্ছে।আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা হবে। এছাড়া জেলার ৫টি উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএ