উৎসব মুখর পরিবেশে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ হবে। এবার দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদে সভাপতি পদে মোঃ মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ আজাদ হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ থেকে মোঃ আনোয়ার হোসেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মোঃ জাহাঙ্গীর হোসেন। উভয় পক্ষের প্রার্থীরা নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে হচ্ছে বলে জানান। আদালত চত্ত্বরে আইনজীবী ছাড়া প্রচুর সমর্থকের উপস্থিতি দেখা যায়। ভোট প্রদান শেষে ভোট গণনা করা হবে।
বিডি প্রতিদিন/এএ