মাদক সেবনের অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ইমতিয়াজ জুবায়ের ওরফে সজীব (৩৬) হাবিপ্রবির হিসাব শাখার উপ-পরিচালক হিসেবে কর্মরত এবং সে শহরের গোলাপবাগ এলাকার অধিবাসী এবং ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন। এছাড়াও গ্রেফতারকৃত বাকিরা হলেন, আবদুল্লাহ আল ফারুক (৩৭) দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার আলমগীর চৌধুরীর ছেলে, আমিনুল রসুল শুভ (৪০) শহরের চারুবাবুর মোড় এলাকার আবদুল খালেকের ছেলে ও জাকির হোসেন (৩৬) শহরের বড়বন্দর এলাকার কাওসার আহমেদের ছেলে।
পুলিশ জানায়, বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজের ভেতরে কয়েকজন নিয়মিত মাদক সেবনের আড্ডা বসাতেন এ রকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবনকালে ওই চারজনকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
ওসি মতিউর রহমান আরও জানান, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯টি মাদক মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ