ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থানে তোফাজ্জল ‘হত্যার’ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভালুকার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুশফিক আহমেদ অপূর্ব।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্য মো. দেলোয়ার হোসেন সরকার, শেখ সোহান (গুলিবিদ্ধ), জুনায়েদ হোসেন জিহাদ, শিহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় হামলায় তোফাজ্জল গুরুতর আহত হয়। পরে হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে শেখ মুশফিক আহমেদ অপূর্ব বলেন, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। একই সাথে নিহত তোফাজ্জল হত্যার বিচারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট করার দাবিও জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ