ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আইনজীবী সমিতির পরপর দুইবার সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট এ. কে. এম. কামরুজ্জামান মামুনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নাসিরনগর উপজেলা সদরের পিটিএ সুপার মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম আবিদ।
নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. হানিফ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি আব্দুর রহিম গোলাপসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই