নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম। এছাড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু, মাহবুব মোর্শেদ জাপল ও টিপু সুলতান নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। ফলাফলে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীক নিয়ে ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জুলফিকার আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীকে ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ আনারস প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট। জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটারের মধ্যে ৬৯৪ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন।
এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।
দুপুর আড়াইটার পর শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে নড়াইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন