নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন দ্বি-বাষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক পদে বিএনপির সমর্থিত আবু সাইদসহ ২৪ পদে বিএনপি নিরঙ্কুশ জয় হয়েছে।
বুধবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশন ফারুক আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আইয়ুব আলী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু সাইদ টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াহিয়া ছাতা প্রতীকে ১৬২ ভোট পান। এছাড়াও সহ-সভাপতি (কারখানা) পদে আতাউর রহমান, সহ-সভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) পদে মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) আনোয়ার হোসেন চৌধুরি, সাংগঠনিক সম্পাদক পদে শাহাজান আলী, প্রচার সম্পাদক পদে সাইফুল রহমান, দফতর সম্পাদক পদে ইয়াসমিন আক্তার, অর্থ সম্পাদক পদে আব্দুস সামাদসহ ২৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী আইয়ুব আলী সভাপতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী আবু সাইদসহ ২৪ পদে বিএনপির নিরঙ্কুশ জয় হয়েছে।
প্রধান নির্বাচন কমিশন ও উপমহাব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ