ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মানব পাচারচক্রের সদস্য আনোয়ার মাতু্ব্বর (৪৫) কে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব)। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইতালি নেওয়ার আশ্বাসে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা জেলার দোহার এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গা থানার মানব পাচার মামলার এজাহার নামীয় প্রধান আসামি আনোয়ার মাতুব্বর কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে বলে জানায় র্যাব।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, মানবপাচার মামলার প্রধান আসামি আনোয়ার মাতুব্বরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। তাকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ