‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন।
কর্মশালায় বক্তব্য দেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন গ্রুপভিত্তিক গোল টেবিল বৈঠক করে সবার কাছে মতামত গ্রহণ করা হয়।
কর্মশালায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার মাধ্যমে আমরা আশাকরি নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দরা ও জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ