ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক প্রশাসক, প্রবীণ রাজনীতিবিদ, কুমড়াবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে খুলনার আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার সকালে ঝিনাইদহ ডেফলবাড়ি হাইস্কুল মাঠে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে ডেফলবাড়ী গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন স্তরের মানুষ, রাজনীতিবিদ ও কোর্টের আইনজীবীরা শোক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ