বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর হতদরিদ্র ১৫টি পরিবারকে ৫ হাজার টাকা করে রিলিজিয়নস ফর পিসের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সাংবাদিক ইউনিয়ন ফেনীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি এই সহায়তা দেওয়া হয়।
'রিলিজিওনস ফর পিস' ফেনী শাখার আহ্বায়ক সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সংগঠনটির যুব শাখার আহ্বায়ক জসিম ফরায়েজীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আমান উল্লাহ খান, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নদীয়া আফরিন, কোষাধ্যক্ষ অঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আহমদ সেলিম রেজাসহ প্রমুখ।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব এম.আবদুল্লাহ, সদস্য কণক কুমার বণিক, সদস্য এড. সাব্বির উদ্দিন, যুব শাখার সদস্য সচিব চয়ন পাল, সদস্য তানজিদ শুভ, সদস্য রহিম আলী জাবেদসহ অন্যানরা।
বিডি প্রতিদিন/এএ