জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে। জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব সৌরভ আবিদ, জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল।
বিডি প্রতিদিন/এএ