গাজীপুরে অসহায়, দুস্থ, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেলওয়ে জংশন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের আশেপাশ এলাকায় ওই কম্বল বিতরণ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান জানান, র্যাব-১ এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেলওয়ে জংশন এবং কোনাবাড়ী ফ্লাইওভারের আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দুস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে ২০০টির বেশি কম্বল বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএ